ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

বন্যা, তাপপ্রবাহে ৪০ বছরে ইউরোপে প্রাণ গেছে প্রায় দেড় লাখ মানুষের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৪

বন্যা, তাপপ্রবাহে ৪০ বছরে ইউরোপে প্রাণ গেছে প্রায় দেড় লাখ মানুষের
ছবি: সংগৃহীত

বন্যা, তাপপ্রবাহে গত ৪০ বছরে ইউরোপে প্রাণ গেছে ১ লাখ ৪২ হাজার মানুষের। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে ইউরোপীয়দের খরচ করতে হয়েছে ৫১০ বিলিয়ন ইউরো।

বৃহস্পতিবার প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির।

এক গবেষণায় ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ) আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রত্যেক দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনে ১৯৮০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বৈরি আবহাওয়ার ক্ষতি নিরূপণ করা হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, ইউরোপে তীব্র তাপপ্রবাহে প্রায় ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ড মেট্রোলোজিক্যাল অর্গেনাইজেশন বলছে, গত ৫০ বছরে বিশ্বে আবহাওয়া সংক্রান্ত বিপর্যয় বেড়েছে। এতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানী তুলনামূলকভাবে কম।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত