ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

এবার মাইক্রোসফটের সার্ভিস বন্ধ রাশিয়ায়

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ০১:০৮

এবার মাইক্রোসফটের সার্ভিস বন্ধ রাশিয়ায়

ইউক্রেনে রাশিয়া হামলা করার পর থেকেই পশ্চিমা বিশ্ব একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে রাশিয়ার ওপর। তারই ধারাবাহিকতায় এবার মাইক্রোসফট রাশিয়ায় তাদের সার্ভিস বন্ধ করেছে।

প্রতিষ্ঠানটি শুক্রবার একটি ব্লগ পোস্টের মাধ্যমে ঘোষণা করেছে।

তবে শুধু মাইক্রোসফটই নয়, এর আগে আমেরিকান প্রযুক্তি জায়ান্ট অ্যাপলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানও রাশিয়ায় তাদের পণ্য বিক্রি স্থগিত করেছে।

এ বিষয়ে মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ লিখেছেন, ইউক্রেনে আমাদের কর্মীদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার জন্য তাদের সঙ্গে সব সময় যোগাযোগ করছি।

তবে যে সব রাশিয়ান বর্তমানে মাইক্রোসফটের সাবস্ক্রিপশন পরিষেবা ব্যবহার করেন তাদের কী হবে তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি। সূত্র: এনবিসি নিউজ

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত