ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

সাড়ে তিন ঘণ্টা বরফে থেকে বিশ্ব রেকর্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ১২:৫৯  
আপডেট :
 ০৬ মার্চ ২০২২, ১৩:০৬

সাড়ে তিন ঘণ্টা বরফে থেকে বিশ্ব রেকর্ড
ছবি: সংগৃহীত

বরফে মধ্যে ৩ ঘণ্টা ৩৫ মিনিট কাটিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন লিথুয়ানিয়ার এক ব্যক্তি। তার নাম ভ্যালারজান রোমানভস্কি

সংবাদ মাধ্যম ইউপিআই জানিয়েছে, ভ্যালারজান রোমানভস্কি দেশটির উইলেনস্কি জেলার উইলনো এলাকার রাস্তায় বরফের একটি কাচের ট্যাঙ্কে ঢুকেছিলেন। তার লক্ষ্য ছিল- এর আগে রোমেন ভ্যানডেনডর্পে নামের ফ্রান্সের এক ব্যক্তির বরফে এক টানা ২ ঘণ্টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ড থেকে বিশ্ব রেকর্ডটি ভাঙা।

দৃঢ় রোমানভস্কি জানিয়েছেন, তিনি ছয় মাস ধরে রেকর্ডের জন্য প্রশিক্ষণ নিয়েছেন।

রোমানভস্কি গিনেসকে বলেন, আমি বেশ কয়েক বছর ধরে ঠাণ্ডা পরিবেশে থেকেছি। রেকর্ডের ছয় মাস আগে নিয়েছি, এইভাবে বরফে যত বেশি সময় থাকতে পারি তার চর্চা করার। আমি কয়েকটি প্রশিক্ষণ করার পর সিদ্ধান্ত নিয়েছিলাম যে, রেকর্ডটি গড়া সম্ভব।

এর আগে রোমানভস্কি ১২ ঘন্টায় ১৯৫.৫১ মাইল অফ-রোড সাইকেল চালিয়ে সবচেয়ে দূরত্বের যাত্রায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছিলেন।

তিনি বলেন, আমি সাইকেল চালানোর মতোই বরফের রেকর্ডের জন্য প্রস্তুত হয়েছিলাম।

তিনি মনে করেন, প্রস্তুতির সাথে প্রশিক্ষণ, বিশ্রাম এবং পুনর্জন্মের কারণেই তিনি উভয় রেকর্ড গড়তে পেরেছেন।

রোমানভস্কি আরও বলেন, ওয়ার্কআউট আমার জন্য কঠিন নয়। আমার শরীর এসবের জন্য প্রস্তুত। আমি নতুন চ্যালেঞ্জ পছন্দ করি। আমি প্যারামেডিক, বিজ্ঞানী এবং ডাক্তারদের জ্ঞান ব্যবহার করি।

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত