ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রে উবার চালান আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ মার্চ ২০২২, ১৮:০৭  
আপডেট :
 ২১ মার্চ ২০২২, ১৮:১১

যুক্তরাষ্ট্রে উবার চালান আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী
ছবি: দ্য গার্ডিয়ান অনলাইন

আফগানিস্তানের সাবেক আশরাফ গানি সরকারের মন্ত্রী ছিলেন তিনি। গত বছরের আগস্টে গানি সরকারকে সরিয়ে কাবুলে ক্ষমতায় আসে তালেবানরা। এরপরই তিনি দেশ ছাড়েন।

কথা হচ্ছিল গানি সরকারের অর্থমন্ত্রী খালিদ পেইন্দাকে নিয়ে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে উবার চালান।

খালিদ পেইন্দা ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমি যদি আগামী দুই দিনের মধ্যে ৫০টি ট্রিপ দিতে পারি, তাহলে ৯৫ ডলার বোনাস পাবো।’

৪০ বছর বয়সী সাবেক এ মন্ত্রী আফগানিস্তানে এক সময় যুক্তরাষ্ট্রের সহায়তার ৬০০ কোটি ডলার বাজেট ঘোষণা করেছিলেন।

তাকে ও তার পরিবারকে আশ্রয় ও ক্রমাগত সহায়তা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান খালিদ।

তবে তিনি বলেন, ‘বর্তমানে আমার কোনো স্থান নেই। আমি এখানে থাকি, কিন্তু এটা আমার দেশ নয়। আমার মনে এক ধরনের শূন্যতা কাজ করে।’

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত