ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের প্রথম বৈঠক

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২২, ০৪:৪৮

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের প্রথম বৈঠক
সংগৃহীত

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এই প্রথম সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন বৈঠক করলেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে যান জেনারেল বাজওয়া। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা এবং গত সপ্তাহব্যাপী হামলায় সেনা হতাহতের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের এই বৈঠক অনুষ্ঠিত হল।

এ বৈঠকি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে পেশাগত সংশ্লিষ্ট বিষয় থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শাহবাজ শরিফ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার জানান, অসুস্থ থাকায় ওইদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সেনাপ্রধান।

সামাজিক মাধ্যমের আলোচনার দিকে ইঙ্গিত করে সশস্ত্র বাহিনী প্রধান সম্প্রতি এক বিবৃতিতে বলেছিলেন, জনগণের সঙ্গে সেনাবাহিনীর বিভেদ তৈরির চেষ্টাকে বরদাশত করা হবে না।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত