ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

নেতাদের নিয়ে শ্রীলঙ্কার স্পিকার বিশেষ সভা ডেকেছেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২২, ১৫:০১

নেতাদের নিয়ে শ্রীলঙ্কার স্পিকার বিশেষ সভা ডেকেছেন
গত সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর ব্যাপক সহিংসতা দেখা দেয়। ছবি: বিবিসি

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে বিশেষ দলগুলোর নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। তার কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

স্পিকার মাহিন্দার কার্যালয় থেকে জানানো হয়, স্পিকারের আহ্বানে স্থানীয় সময় বুধবার বেলা ৩টায় ভার্চ্যুয়াল উপায়ে নেতারা এ সভায় যোগ দেবেন। শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে বিভিন্ন দলের নেতাদের নিয়ে স্পিকার সভা ডেকেছেন।

ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আর্থিক দুঃসময়ের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে বিগত কয়েক মাস ধরেই খাবার, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। মূল্যস্ফীতি এখন আকাশচুম্বী। চলছে বিদ্যুৎ-বিভ্রাটও। ওষুধ নেই। এমন পরিস্থিতিতে সরকার পতনের দাবিতে এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগের পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেরও পদত্যাগের দাবি উঠেছে।

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত