ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ইউক্রেনে দুই হাজার বছর আগের সুদৃশ্য পানির-পাত্রের সন্ধান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২২, ১৩:১৮

ইউক্রেনে দুই হাজার বছর আগের সুদৃশ্য পানির-পাত্রের সন্ধান
প্রাচীন পাত্র উদ্ধার করেন ইউক্রেনের সেনারা। ছবি: বিবিসি

যুদ্ধকালে কি জীবন থেমে থাকে বা জীবনের অন্বেষণ থমকে থাকে? সম্ভবত দীর্ঘদিন ধরে কোনো যুদ্ধ চলতে থাকলে সেনারা অনেকটা অভ্যস্থতার মধ্যে নিজেদের নিয়ে আসেন; খাপ খাইয়ে নিতে থাকেন যুদ্ধ পরিস্থিতির সঙ্গে।

তেমনটা দেখা গেছে ইউক্রেনে। দেশটির ওডেসায় সেনারা যুদ্ধে নেমে মাটি খুঁড়ে উদ্ধার করেছেন দুই হাজার বছরের বেশি প্রাচীন পানি রাখার সুদৃশ্য পাত্র। শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।

দুর্গের কাজ করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে তারা এ পাত্রগুলো আবিষ্কার করেন। এগুলো ‘অ্যাম্ফোরা’ নামেও পরিচিত। বলা হয়, প্রাচীনকালে জাহাজে তরল পরিবহনের জন্য এ পাত্রগুলো ব্যবহার করা হতো।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে উদ্ধারকারী সেনাদলটি তাদের ফেসবুক পাতায় জানিয়েছে, পাত্রগুলো খ্রিস্টপূর্ব চতুর্থ এবং পঞ্চম শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিল।

ইউক্রেনের সেনারা দেশটির ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের ওডেসা প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কর্মীদের কাছে অ্যাম্ফোরাগুলো হস্তান্তর করেছেন।

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত