ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

উত্তর কোরিয়ায় আট লাখের বেশি করোনা রোগী শনাক্ত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২২, ১২:০৭

উত্তর কোরিয়ায় আট লাখের বেশি করোনা রোগী শনাক্ত

গত তিন দিনে উত্তর কোরিয়ায় আট লাখের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া দেশটিতে ‘জ্বরে’আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ’র বরাতে প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এখন পর্যন্ত ৪২ জন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২০ হাজার ৬২০ জনের। ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন চিকিৎসা নিচ্ছেন।

করোনা ভাইরাস শনাক্তের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে উত্তর কোরিয়ায় লকডাউন ও বিধিনিষেধ আরোপ করা হয়। দেশের সব প্রদেশ, শহর ও কাউন্টি পুরোপুরি লকডাউনের আওতায় আনা হয়েছে। কর্মক্ষেত্র, উৎপাদন এলাকা ও আবাসিক এলাকাগুলো বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ার খবর সামনে আনে উত্তর কোরিয়ার সরকার। রাজধানী পিয়ংইয়ংয়ে অমিক্রনে আক্রান্ত ওই রোগী শনাক্ত হয়। এর পাশাপাশি বিষয়টিকে ‘জরুরি অবস্থা’ আখ্যায়িত করে দেশজুড়ে লকডাউনের আদেশ দেন সর্বোচ্চ নেতা কিম।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত