ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

চুক্তি এগিয়ে নিতে ৫ শতাংশ স্পাম অ্যাকাউন্ট দেখাতে হবে টুইটারকে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২২, ১৬:১১

চুক্তি এগিয়ে নিতে ৫ শতাংশ স্পাম অ্যাকাউন্ট দেখাতে হবে টুইটারকে
মার্কিন ধনকুবের এলন মাস্ক।

মার্কিন ধনকুবের এলন মাস্ক মঙ্গলবার বলেছেন, তার ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার প্রস্তাব তখনই এগোবে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমটি ৫ শতাংশের নিচে স্পাম অ্যাকাউন্ট দেখাতে সক্ষম হবে। অন্যথায় আরও কম মূল্যে এগোতে চান মাস্ক।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

এক টুইটে এলন মাস্ক বলেন, ‘টুইটারের প্রধান নির্বাহী প্রকাশ্যে ৫ শতাংশের নিচে স্পাম অ্যাকাউন্ট দেখানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। এটা স্পষ্ট না করা পর্যন্ত এ চুক্তি এগোতে পারে না।’

কেনার প্রস্তাব স্থগিত করে গত সপ্তাহে মাস্ক বলেন, টুইটার কর্তৃপক্ষ মনে করে তাদের মোট গ্রাহকের মধ্যে ৫ শতাংশের স্পাম অ্যাকউন্ট রয়েছে। তবে প্রকৃত সংখ্যা কমপক্ষে ২০ শতাংশ।

সোমবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অল ইন সামিট ২০২২ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এলন মাস্ক বলেন, তারা যা দাবি করেছিল, বিষয়টি যদি তার চেয়ে আরও খারাপ পর্যায়ে থাকে, তাহলে তারা সেই একই মূল্য চাইতে পারে না।

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত