ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

লেবাননের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালো হিজবুল্লাহপন্থীরা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২২, ১৭:৪১

লেবাননের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালো হিজবুল্লাহপন্থীরা
ছবি: আল জাজিরা

ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং তার সহযোগীরা লেবাননের সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ফলাফল অনুসারে, শিয়া সংগঠনটির মিত্ররা সারা দেশে ক্ষতির সম্মুখীন হয়েছে।

কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

লেবাননে হিজবুল্লাহপন্থী ব্লক প্রায় ৬১টি আসন পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ৬৫টি আসনের চেয়ে কম। এর আগে তারা সংসদে ৭১টি আসন পেয়েছিল।

রোববারের নির্বাচনে হিজবুল্লাহ’র মিত্র দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট ১৮টি আসন জেতে। তাদের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও সৌদি আরব-সমর্থিত দল লেবানিজ ফোর্সেস পেয়েছে ২০টি আসন।

অন্যান্য গুরুত্বপূর্ণ হিজবুল্লাহ মিত্র, যেমন- আলেতে দ্রুজ নেতা তালাল আর্সলান এবং ত্রিপোলিতে সুন্নি নেতা ফয়সাল কারামেও প্রতিষ্ঠানবিরোধী প্রার্থীদের কাছে নিজ নিজ এলাকায় হেরেছেন।

এ ছাড়া, দক্ষিণ লেবাননে আন্দোলনের নির্বাচনী দুর্গে হিজবুল্লাহ-সমর্থিত দুই প্রার্থী প্রতিষ্ঠানবিরোধী প্রার্থীদের কাছে হেরেছেন।

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত