ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

দখলদাররা শিক্ষা, সংস্কৃতি ও মানবতাকে শত্রু বিবেচনা করছে: জেলেনস্কি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২২, ১২:০৮

দখলদাররা শিক্ষা, সংস্কৃতি ও মানবতাকে শত্রু বিবেচনা করছে: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার দেশটির পূর্বাঞ্চলের এক সাংস্কৃতিক কেন্দ্রে রুশ হামলার সমালোচনা করেছেন। ওই হামলায় এক শিশুসহ সাতজন আহত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় লাজোভা শহরে নতুন করে সংস্কার করা হাউস অব কালচারে রাশিয়া হামলা চালিয়েছে।

এ হামলার তীব্র সমালোচনা করে তিনি বলেন, দখলদাররা শিক্ষা, সংস্কৃতি ও মানবতাকে তাদের শত্রু হিসেবে বিবেচনা করছে। এসব তাদের ক্ষেপণাস্ত্র কিংবা বোমা থেকে রক্ষা পাচ্ছে না।

জেলেনস্কি এ হামলাকে চরম মূর্খতা এবং চরম শয়তানি বলে উল্লেখ করেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ভিক্টর জাবাশতা ইউক্রেনের বার্তা সংস্থাকে জানান, হামলায় সাত ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে এখনও কেউ মারা যাননি।

এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন জেলেনস্কি। এতে দেখা গেছে আবাসিক ভবনের কাছের একটি বৃহৎ ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়ছে। এর আগে সেখান থেকে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর ধংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি লোক।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। সূত্র: বাসস।

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত