ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

মরিয়াম নওয়াজকে ইমরান

তোমার স্বামীর মন খারাপ হতে পারে আমার নাম বেশি বেশি নিলে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২২, ১৩:০৯  
আপডেট :
 ২১ মে ২০২২, ১৩:১১

তোমার স্বামীর মন খারাপ হতে পারে আমার নাম বেশি বেশি নিলে
ইমরান খানে ও মরিয়াম নওয়াজ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ‘ইঙ্গিতপূর্ণ ও নারীবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগ উঠেছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজকে উদ্দেশ্য করে করা তার এক মন্তব্যকে কেন্দ্র করে এ অভিযোগ ওঠে।

পাকিস্তানের জিও টিভি অনলাইন এ খবর জানিয়েছে।

শুক্রবার পাকিস্তানের মুলতানে এক সমাবেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের এ ধরনের বক্তব্য রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজের সমালোচনা কুড়িয়েছে।

এর আগে গত ১৯ মে মরিয়াম নওয়াজ সারগোধায় এক জনসভায় ইমরান খানের কঠোর সমালোচনা করেন। ওই জনসভায় দেয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ইমরান বলেন, ‘বৃহস্পতিবার সারগোধায় দেয়া মরিয়ামের বক্তব্য কেউ একজন আমাকে পাঠিয়েছেন।’

পিটিআই চেয়ারম্যান বলেন, ‘ওই ভাষণে সে (মরিয়াম) এমন আবেগ নিয়ে আমার নাম উচ্চারণ করেছে, আমি তাকে বলতে চাই- মরিয়াম, দয়া করে সতর্ক হও। তোমার স্বামী মন খারাপ করতে পারে, কারণ, তুমি বারবার আমার নাম বলে যাচ্ছ।’

ইমরানের এমন বক্তব্য মেনে নিতে পারছেন না পাকিস্তানের রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজ। তারা তার সমালোচনা করে বলেছেন, একজন নারীকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর মুখে এমন বক্তব্যে তারা হতবাক।

এ বক্তব্যের কড়া সমালোচনা এসেছে মরিয়ামের চাচা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকেও। এক টুইটে তিনি বলেন, মরিয়াম নওয়াজের বিরুদ্ধে এ ধরনের ‘নিন্দনীয় ভাষা’ গোটা জাতির, বিশেষ করে, নারীদের শক্তভাবে নিন্দা জানানো উচিত।

শাহবাজ বলেন, ‘দেশ ও জাতির বিরুদ্ধে করা আপনার (ইমরান খান) অপরাধ, আপনার নিচুমানের রসবোধ দিয়ে আড়াল করা যাবে না।’

শাহবাজ শরিফ বলেন, যে ব্যক্তি মসজিদে নববীর পবিত্রতাকে সম্মান করেন না, তার কাছ থেকে কীভাবে কারও মা, বোন ও কন্যার সম্মানের প্রতি শ্রদ্ধাবোধ আশা করা যায়?’ তিনি বলেন, ইতিহাসে ইমরানই প্রথম ব্যক্তি যিনি কোনো দলের নেতা হিসেবে অভদ্রতার অতলে পড়েছেন। তার দল একটি জাতি গঠনের জন্য যাত্রা শুরু করেছিল, কিন্তু তার পরিবর্তে জনগণের নৈতিকতা নষ্ট করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরিয়াম নেওয়াজের উদ্দেশে ইমরান খানের দেয়া অবমাননাকর বক্তব্যের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি বলেন, যাদের ঘরে মা-বোন আছে, তারা এ ধরনের ভাষা ব্যবহার করেন না।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান বলেন, দয়া করে রাজনীতির নামে এতটা নিচে নামবেন না। তিনি বলেন, ‘আমার চাওয়া- কেউ ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে এ বিষয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেবেন, আর তিনি এ বিষয়ে নোটিশ গ্রহণ করবেন।’

ইমরান খানের সমালোচনা করেছেন সাবেক সিনেটর ফারহাতুল্লাহ বাবরও। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী কী বিব্রতকর! আরও নিচে নামলেন। নির্বিঘ্নে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছেন।’ সাংবাদিক মেহর তারার বলেন, ‘মরিয়ামকে নিয়ে ইমরান খানের বক্তব্য অত্যন্ত কুরুচিকর।’

ইমরান খানের মন্তব্যের সুযোগ নিয়েছেন তার সাবেক স্ত্রী সাংবাদিক রেহাম খানও। এক টুইটে তিনি লিখেন, ‘আমি খুবই লজ্জিত যে কোনো এক সময় আমি এ ধরনের একজন বাজে লোকের সঙ্গে ছিলাম।’

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত