যুদ্ধবন্দী বিনিময়ের প্রস্তাব ইউক্রেনের, মেদভেদচুকের জন্য বিবেচনায় মস্কো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২২, ১৪:৩৮
রাশিয়ার যুদ্ধবন্দীদের জন্য ইউক্রেন সৈন্য বিনিময় করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
|আরো খবর
ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেন সৈন্যদের বিনিময় করতে প্রস্তুত, যারা মারিউপোলের আজোভস্টাল ইস্পাত কারখানায় আত্মসমর্পণ করেছিল।
তিনি জানান, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ও সৈন্যকে বাঁচানো।
এদিকে রাশিয়ার আলোচনা দলের একজন সিনিয়র সদস্য লিওনিড স্লেটস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ইউক্রেনের একজন ধনী ব্যবসায়ী ভিক্টর মেদভেদচুকের জন্য ইউক্রেনের আজোভ ব্যাটালিয়নের বন্দীদের বিনিময়ের বিষয়টি মস্কো বিবেচনা করবে।
উল্লেখ্য, ৬৭ বছর বয়সী মেদভেদচুক একজন রাজনীতিবিদ এবং ইউক্রেনের অন্যতম ধনী ব্যক্তি এবং পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর তিনি গৃহবন্দী থেকে পালিয়ে যান, কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময়ে ইউক্রেনীয় বাহিনী তাকে পুনরায় গ্রেপ্তার করে।
বাংলাদেশ জার্নাল/এমএম