পচানব্বই বছরের প্রেমিক বিয়ে করলেন চুরাশির পাত্রীকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২২, ২০:১১
মনের মানুষটিকে ২৩ বছর আগে দেখেছিলেন শহরের এক গির্জায়। তখন মুখ ফুটে মনের ইচ্ছা প্রকাশ করতে পারেননি। ঠিক ২৩ বছর পরে সেই একই গির্জাতে সেই মনের মানুষটিকে বিয়ে করলেন পঁচানব্বইয়ের পাত্র।
|আরো খবর
ওয়েলস অনলাইন-এর প্রতিবেদন বলছে, পাত্রের নাম জুলিয়ান ময়েল। বয়স ৯৫। আর পাত্রী ভ্যালেরি উইলিয়ামস। বয়স ৮৪। গত ১৯ মে তাদের দু’হাত এক হয়েছে কার্ডিফের একটি গির্জায়। ভালবাসার মানুষটির জন্য ২৩ বছর ধরে অপেক্ষা করেছিলেন জুলিয়ান। তাদের বিয়েতে পরিবার এবং আত্মীয় মিলিয়ে ৪০ জন উপস্থিত ছিলেন। নতুন জীবন শুরু করার জন্য নবদম্পতিকে তারা শুভেচ্ছা জানান।
বিয়ের পর জুলিয়ান বলেন, “এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমার দেখা ২৩ বছর আগের সেই মানুষটি আমার জীবনসঙ্গী হয়েছে। নতুন বছরের মতো আমার জীবনের নতুন অধ্যায় শুরু হল।” অস্ট্রেলিয়ায় জুলিয়ানের দেশের বাড়ি। তিনি জানিয়েছেন, স্ত্রী ভ্যালেরিকে নিয়ে বছরের শেষের দিকে সেখানে মধুচন্দ্রিমায় যাবেন। আনন্দবাজার
বাংলাদেশ জার্নাল/এমএস