ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

আহত সেনাদের দেখতে হাসপাতালে পুতিন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০২২, ০৪:১৫

আহত সেনাদের দেখতে হাসপাতালে পুতিন
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে আহত সেনাদের দেখতে ও তাদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২৫ মে) মস্কোর এক হাসপাতাল পরিদর্শন করেন তিনি। খবর নিউইয়র্ক টাইমস।

হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসাধীন সেনা সদস্যদের সাথে হাত মেলান পুতিন। কথা বলেন তাদের সাথে। যুদ্ধে অবদানের জন্য কৃতজ্ঞতা জানান সেনাদের প্রতি। সুস্থ হয়ে আবারও যুদ্ধে যাওয়ার অনুমতি চান এক সেনা। তা অনুমোদনও করেন পুতিন।

পুতিন বলেন যারা যুদ্ধে আহত হয়েছে, তারা সকলেই নায়ক। তারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছেন। অতএব তাদের অবশ্যই নায়কের মতোই সেবা দিতে হবে।

পুতিন এ সময় সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ নেয়ার কথাও বলেন। তিনি বলেন, যুদ্ধের শুরুতে যেমনটা মনে করা হয়েছিলো, রাশিয়ার অর্থনীতি তেমন খারাপ পরিস্থিতিতে নেই। জুনের শুরু থেকে বয়স্ক নাগরিকদের পেনশন ১০ শতাংশ হারে বৃদ্ধিরও ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত