বাধা হয়নি দারিদ্র্য, আফজল-সাবিনার প্রেমকাহিনি এখন ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২২, ১২:৪৮ আপডেট : ২৭ মে ২০২২, ১৫:৫৫
আফজল-সাবিনা। তাদের দেখা গেল দিল্লির একটি চায়ের দোকানে। এক গ্লাসে ভাগাভাগি করে চা খাচ্ছেন। লজ্জায় অবনত মাথা সাবিনার; তার দিকে তাকিয়ে মুচকি হাসি আফজলের। চা ভর্তি একটি গ্লাস দু’জন ধরে রেখেছেন। সম্প্রতি এ ছবিটি ভাইরাল হয়েছে। আর এই ছবিই তাদের ভালোবাসার কাহিনি তুলে ধরেছে। যে কাহিনি মন ছুঁয়েছে বহু মানুষের।
|আরো খবর
বাবা-মায়ের অমতে বিয়ে করেছিলেন তারা। একজনের বয়স ২১, অন্যজনের ১৯। ছোট থেকেই একে অপরকে ভালভাবে চিনতেন। কিন্তু তাদের প্রেম সফর শুরু হয়েছে ২০১৯ সালে। সাবিনার বাবা-মা চাইতেন না আফজলের সঙ্গে মেয়ে মেলামেশা করুক। আফজল দিনমজুরের কাজ করেন। দিনে ৩০০ টাকা আয়।
কিন্তু ওই যে কথায় আছে, প্রেম কোনও কিছুতে বাধা মানে না! আফজল-সাবিনাও একদিন সব বাঁধন ছিঁড়ে নিজেদের মতো বাঁচার রাস্তা খুঁজে নিলেন। পালিয়ে একটি পার্কে তারা বিয়ে সারেন। সেখানে কয়েকজন বন্ধু-বান্ধব হাজির ছিলেন।
আফজল-সাবিনা এখন একটি ঘর ভাড়া করে থাকেন সরাই কেলাতে। দু’জনের পছন্দের জিনিস চা। যখনই কোথাও চা খান, এক গ্লাসেই। আফজলের মতে, এতে নাকি ভালোবাসা বাড়ে, অন্তরের টান বাড়ে। তাই তারা এক থালাতেও ভাগাভাগি করে খান। সূত্র: আনন্দবাজার অনলাইন।
বাংলাদেশ জার্নাল/টিটি