ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

দক্ষিণ চীন সাগরে জাহাজ ডুবি, নিহত ১২

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ১৭:৫৮

দক্ষিণ চীন সাগরে জাহাজ ডুবি, নিহত ১২

দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড়ের কবলের পড়ে একটি চীনা জাহাজ ডুবে গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে থাকা ৩০ জন ক্রুর মধ্যে এ পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। এছাড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৩ জনকে।

প্রদিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় সোমবার ভোরের দিকে দক্ষিণ চীন সাগরের চীনের সমুদ্রসীমা থেকে ১৬০ নটিক্যাল মাইল (২৯৬ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে হংকংয়ের উপকূলের কাছে তাইফুন শাবার কবলে পড়া চীনা সরকারের সমুদ্র প্রকৌশল বিভাগের জাহাজটিতে মোট ২৯ জন ক্রু ছিলেন।

এদিকে আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবার দক্ষিণ চীন সাগরের মধ্যাঞ্চলে সৃষ্টি হওয়া তাইফুন শাবা বুধবার শনিবার সন্ধ্যার দিকে হংকংয়ের সীমান্তবর্তী চীনা প্রদেশ গুয়াংডংয়ের উপকূলে আঘাত হানে। সেই তাইফুনের কবলে পড়েই কয়েক টুকরো হয়ে ডুবে যায় জাহাজটি।

জাহাজ ডুবির পর অল্প সময়ের মধ্যেই ৩ ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। তবে তখনও জানা যায়নি- বাকি ২৬ জনের ভাগ্যে কী ঘটেছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত