ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ইরানে পৌঁছেছেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২২, ০৫:৩২

ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ইরানে পৌঁছেছেন পুতিন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিনকে বহনকারী বিমানটি মঙ্গলবার ইরানের স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী তেহরানে অবতরণ করে।

এ সফরের মূল বিষয় হলো সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা। তবে সিরিয়া ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে তিন নেতা আলোচনা করবেন।

এ সফরে রুশ প্রেসিডেন্ট পুতিন তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলাদাভাবে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। কৃষ্ণ সাগরের বন্দরে আটকে থাকা ইউক্রেনের শস্য কিভাবে বের করা হবে সে বিষয়টি নিয়ে কথা বলবেন পুতিন-এরদোয়ান।

এদিকে এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ইরানে যান তুরস্কের প্রেসিডেন্ট। তিনি মঙ্গলবার সকালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে দেখা করেন। এরপর তারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির বাসভবনে। সূত্র: আল-জাজিরা

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত