ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

একদিনে তিন নারীর ফাঁসি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ১০:১৬

একদিনে তিন নারীর ফাঁসি
প্রতীকি ছবি

নিজ স্বামীদের হত্যার দায়ে একদিনে তিন নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে ইরানে। এ নিয়ে এক সপ্তাহে মোট ৩২ নারী-পুরুষের ফাঁসি কার্যকর করলো দেশটি। শুক্রবার (২৯ জুলাই) এএফপি ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানে একদিনে যে তিন নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তারা সবাই তাদের স্বামীদের হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন।

তাদের মধ্যে ২৫ বছর বয়সী এক নারী রয়েছেন। ১০ বছর আগে যাকে ১৫ বছর বয়সে বিয়ে দেয়া হয়েছিলো।

গত বুধবার সোহেইলিয়া আবাদী নামে ওই নারীকে ফাঁসি দেয়া হয়। বিয়ের পরপরই দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ১০ বছর ধরেই কারাবন্দি ছিলেন আবাদী।

এছাড়া একই ধরনের অভিযোগ আরও দুই নারীকে ফাঁসি দেয়া হয়েছে। হিউম্যান রাইটস গ্রুপ জানায়, তিন নারীকে ফাঁসি দেয়ার মধ্য দিয়ে এক সপ্তাহে ৩২ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত