ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যুদ্ধ অবসানে চীনা প্রেসিডেন্টের সাহায্য চান জেলেনস্কি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ১৩:১০

যুদ্ধ অবসানে চীনা প্রেসিডেন্টের সাহায্য চান জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি টানতে সাহায্য করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘সরাসরি আলোচনার’ ইচ্ছা প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার হংকংভিত্তিক সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এমন কথা বলেছেন ভলোদিমির জেলেনস্কি।

চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর তাদের অতিমাত্রায় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব কাজে লাগানোর জন্য চীনের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, এটা (চীন) খুব শক্তিশালী একটি রাষ্ট্র। একই সঙ্গে শক্তিশালী অর্থনীতি। তাই রাশিয়ার ওপর তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আছে।

যুদ্ধে বন্ধে চীনের কাছে সাহায্যের আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এসবের সঙ্গে সঙ্গে চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত