ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

তাইওয়ানের কাছে সামরিক তৎপরতার ঘোষণা যুক্তরাষ্ট্রের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ১৩:৩২  
আপডেট :
 ০৫ আগস্ট ২০২২, ১৩:৩৭

তাইওয়ানের কাছে সামরিক তৎপরতার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বিমান আগামী দুই সপ্তাহের মধ্যে তাইওয়ান প্রণালীতে ট্রানজিট করবে বলে এক বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরটি।

হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিক্রিয়া চীন তাইওয়ানের চারপাশে ব্যাপক মহড়া শুরু করে এবং দ্বীপ জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এই পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগান এবং তার সহযোগীদের তাইওয়ানের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন।

এছাড়াও চীনা ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে ওই এলাকায় চীনা সামরিক মহড়ার নিন্দা করেছেন কিরবি। তিনি অভিযোগ করেন তাইওয়ান প্রণালী এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে চীন। রিগান এবং তার সহগামী জাহাজগুলি বর্তমানে জাপানে অবস্থান করছে। চীনা আপত্তির বিরুদ্ধে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইপেই সফরকে ঘিরে সাম্প্রতিক দিনগুলিতে পূর্ব চীন সাগরে মোতায়েন করা হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/এমআর/এমএম

  • সর্বশেষ
  • পঠিত