ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ফের আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৪  
আপডেট :
 ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৮

ফের আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ
আফগানিস্তানের রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান এলাকার একটি মসজিদের কাছে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান এলাকার একটি মসজিদের কাছে বিস্ফোরণে ব্যপক হতাহতে ঘটনা ঘটে। শুক্রবার জুম্মার নামাজের পরপরই এই ঘটনা ঘটে। হতাহতের বিষয়ে এখনো কোনো সরকারি সংখ্যা পাওয়া যায়নি। তবে হাসপাতাল সুত্রের বরাতে এক ইমার্জেন্সি এনজিও টুইট বার্তায় বলেছে, এই বিস্ফোরণে ১৪ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। এখনও কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগানিস্থানের স্থানীয় সংবাদ মাধ্যম টলো নিউজ।

ওয়াজির আকবর খান এলাকাটি গ্রিন জোন হিসাবে পরিচিত, যেখানে অনেক বিদেশী দূতাবাস এবং ন্যাটোর অবস্থান রয়েছে কিন্তু এখন ক্ষমতাসীন তালেবান নিয়ন্ত্রিত এলাকা।

তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকুরের মতে, মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় বিস্ফোরণ ঘটে এবং নিহতরা বেসামরিক নাগরিক।

কাবুলের নিরাপত্তা বাহিনী বিস্ফোরণস্থলে পৌঁছেছে এবং যান চলাচল বন্ধ করে দিচ্ছে। প্রত্যক্ষদর্শীরা টলোনিউজকে জানান, একটি চৌম্বক বোমার কারণে বিস্ফোরণটি ঘটে।

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত