ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ফ্লোরিডায় হারিকেন ‘ইয়ান’র তাণ্ডবে কমপক্ষে ১২ জন নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫  
আপডেট :
 ৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪

ফ্লোরিডায় হারিকেন ‘ইয়ান’র তাণ্ডবে কমপক্ষে ১২ জন নিহত
ইয়ানের প্রভাবে ধ্বংস হয়ে গেছে ফ্লোরিডার বন্দরগুলিও। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে শক্তিশালী হারিকেন ইয়ান আঘাত হানে। ক্যাটেগরি ৪-র এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছে রাজ্যটি। ইয়ানের তাণ্ডবে ফ্লোরিডায় এ পর্যন্ত অন্তত ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীদের আশঙ্কা, সময়ের সাথে বাড়তে পারে প্রাণহানি। এখনও বিদ্যুৎহীন রাজ্যের কমপক্ষে ২৬ লাখ বাসিন্দা।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, রাজ্যটির শার্লট কাউন্টিতে প্রাণ হারিয়েছেন ১০ বাসিন্দা। অন্যদিকে, লেক কাউন্টিতে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে দু’জনের।

একদিনেই বদলে গিয়েছে গোটা শহরের চিত্র। আগের দিনই যেখানে সুন্দর করে সাজানো ছিল গোটা শহর, সেখানে আজ শুধুই পড়ে রয়েছে বাড়ি-ঘরের ধ্বংসাবশেষ। হারিকেন ইয়ানের প্রভাবে কার্যত ডুবে আছে গোটা ফ্লেরিডা, জেটিতে দাঁড়িয়ে থাকা অধিকাংশ নৌকাই ডুবে গেছে। ঝড়ের প্রভাবে উপড়ে পরেছে গাছ ও বিদ্যুতের খুঁটি। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অধিকাংশ এলাকা। ফ্লোরিডায় সানিবেল কজওয়ে ব্রিজ ভেঙে পড়েছে। এছাড়াও ঘূর্ণিঝড়ের প্রভাবে কায়ো কোস্টা দ্বীপের অধিকাংশ জায়গাই ধ্বংস হয়ে গিয়েছে।

যুক্তরাষ্ট্রে বিগত কয়েক বছরে আছড়ে পড়া ঘূর্ণিঝড়গুলির মধ্যে হারিকেন ইয়ানকেই অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় বলে মনে করা হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন, এটিকে ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক হারিকেন বলে উল্লেখ করেছেন।

ফ্লোরিডার ধ্বংসলীলা চালানোর পর এবার দক্ষিণ ক্যারোলিনায় আছড়ে পড়তে চলেছে হারিকেন ইয়ান। কিউবা থেকে ঘূর্ণিঝড়টির উৎপত্তি হয়ে তা ফ্লোরিডার উপর দিয়ে প্রভাবিত হয়ে বর্তমানে দক্ষিণ ক্যারোলিনার দিকে অগ্রসর হচ্ছে। আটলান্টিক সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলিতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সর্বাধিক। বুধবার ফ্লোরিডায় ল্যান্ডফল করার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টার ২৪০ কিলোমিটার। পরে কিছুটা শক্তি খোয়ালেও শুক্রবার দুপুরে তা দক্ষিণ ক্যারোলিনায় প্রবেশ করবে শক্তি বাড়িয়ে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে জর্জিয়া, উত্তর ক্যারোলিনাতেও। ফ্লোরিডায় ধ্বংসলীলা চালানোর পর আটলান্টিক সাগরের উপর দিয়ে প্রভাবিত হওয়ায়, ঘূর্ণিঝড়ের ফের শক্তিবৃদ্ধি হয়েছে। দক্ষিণ ক্যারোলিনায় ল্যান্ডফল করার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার থাকবে। ইতিমধ্যেই ক্যারোলিনায় সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ৪ লক্ষেরও বেশি বাসিন্দাকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঝড়-বৃষ্টির কারণে বন্যার সম্ভাবনা থাকায়, যারা নিচু অঞ্চলে বসবাস করেন, তাদের উচু কোনও স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সূত্র: এপি, এএফপি

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত