ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ৫০০

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ১৩:২৯  
আপডেট :
 ০৫ অক্টোবর ২০২২, ১৭:২৬

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ৫০০
ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে ভূমিকম্প। ছবি: তেহরান টাইমস

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয়াই শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে খোয়াই মেডিকেল ইমার্জেন্সি সার্ভিস ও অঞ্চলটির গভর্নর মোহাম্মদ সাদেগ মোটামেডিয়ানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এখন পর্যন্ত ৫২৮ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১৩৫ জন সামান্য হাড় ভেঙে যাওয়ার কারনে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গভর্নর আরও জানিয়েছেন ভূমিকম্প এবং এর আফটারশকের আঘাতে ১২টি গ্রামের অন্তত ৫০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে, যার মধ্যে ৫০ টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, খোয়াই থেকে প্রায় ১১ দশমিক ৬ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) এর আগে জানিয়েছিল, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি আর্মেনিয়া-আজারবাইজান-ইরানের সীমান্ত অঞ্চলের কাছে।

সূত্র: রয়টার্স, এএফপি

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত