ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

ইউক্রেন ইস্যু

চীন বিমুখ হচ্ছে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলো

  আন্তুর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ০০:২৩  
আপডেট :
 ০৬ নভেম্বর ২০২২, ০০:৩৩

চীন বিমুখ হচ্ছে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলো
প্রতীকী ছবি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরেও দেশটির সঙ্গে চীন ঘনিষ্ঠ সম্পর্ক রাখায় মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলো পিছু হটছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর শনিবার পর্যন্ত টানা ২৫৫ দিনের মতো দেশ দুইটির মধ্যে সংঘাত চলছে।

এখনও চীন রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানায়নি। উল্টো দেশটি থেকে অনেক কিছুর আমদানি বাড়িয়েছে বলে অভিযোগ। এতে করেই নাখোশ মধ্য ও পূর্ব ইউরোপের অনেক দেশ।

২০১০ সালের শুরুর দিকে মধ্য ও পূর্ব ইউরোপের এসব দেশ চীনের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু পরবর্তীতে এটি হতাশায় পরিণত হয়েছে। ২০১২ সালে চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপের ১৬টি দেশ মিলে '১৬ প্লাস ওয়ান' প্রতিষ্ঠা করে। এসব অঞ্চলের বেশিরভাগ দেশ যার মধ্যে রয়েছে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া এই গ্রুপে যোগ দেয়। পরবর্তীতে ২০১৯ সালে গ্রিস এতে যোগ দেয়।

এরপর প্রায় প্রতিবছরেই এসব দেশকে নিয়ে চীন বার্ষিক সামিটের আয়োজন করে। দেশগুলোকে অবকাঠামোতে বিনিয়োগ এবং টেকনোলজিতে সাহায্যের আশ্বাস দেয়। ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করলে চীনের কার্যক্রমে হতাশ হতে থাকে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত