চীনা টেলিকম সরঞ্জামে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ১৫:২০ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

জাতীয় নিরাপত্তার স্বার্থে ‘সিকিওর অ্যান্ড ট্রাস্টেড কমিউনিকেশনস নেটওয়ার্কস অ্যাক্ট’-এর অধীনে কয়েকটি চীনা টেলিকম সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি বাইডেন প্রশাসন। মার্কিন ফেডেরাল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) জানিয়েছে, হুয়াইয়ে, জেডটিই-সহ বেশ কয়েকটি চীনা ব্র্যান্ডের টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি সরঞ্জাম আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
এফসিসির কমিশনার ব্যান্ডন কর শুক্রবার বলেন, এফসিসির পাঁচ সদস্যের অনুমোদন বিষয়ক কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন কংগ্রেসের সদস্যরাও এই সিদ্ধান্তের পক্ষে ইতিবাচক বার্তা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
এফসিসি এক বিবৃতিতে বলা হয়েছে, হুয়াইয়ে এবং জেডটিই ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় হাইতেরা কমিউনিকেশনস, হাংঝু হিকভিশন ডিজিটাল টেকনোলজি এবং দাহুয়া টেকনোলজি।
প্রসঙ্গত, ভারত-সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময়ে হুয়াইয়ের বিরুদ্ধে টেলিকম সরঞ্জামের সাহায্যে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। এছাড়াও মার্কিন সংবাদমাধ্যমের একাংশ আগেই অভিযোগ তুলেছিল ৫-জি মোবাইল পরিষেবায় চীনা সরঞ্জামের ব্যবহারের ফলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাচার হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: রয়টার্স
বাংলাদেশ জার্নাল/এমআর