পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ১৭:৫০ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুটি ঘটনায় ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ভোরে ঘটনা দুটি ঘটেছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।
ইউরোপ ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসরায়েলের সামরিক বাহিনী এসব মৃত্যুর কথা নিশ্চিত করেনি, তবে তারা বলেছে, হেবরন শহরের নিকটবর্তী ছোট শহর বেইত উমরের পাশে রাতে তাদের দুটি সামরিক যান দাঁড়িয়ে থাকার সময় হামলার শিকার হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, হামলাকারীরা বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করার পর ইসরায়েলি সেনারা পাল্টা গুলি ছোড়ে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, রামাল্লায় পৃথক আরেকটি ঘটনায় ইসরায়েলিদের গুলিতে আরেক ব্যক্তি নিহত হয়।
পশ্চিম তীরের শহরগুলোর রাস্তায় ইসরায়েলি সেনাদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটার পর এই এলাকার ফিলিস্তিনি শহরগুলোতে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের গুলিতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএ