ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

ইরানে সরকার বিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ১৪:২৯  
আপডেট :
 ০৮ ডিসেম্বর ২০২২, ১৪:৩৪

ইরানে সরকার বিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর
ছবি: আল জাজিরা

ইরানে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা এক আন্দোলনকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

দেশটির বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ইরান ঘোষণা করে, দেশের চলমান বিক্ষোভ থেকে ঘটে যাওয়া অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম মোহসেন শেকারি, যার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রতিবেদনে জানানো হয়, একটি বড়ো ছুরি দিয়ে একজন নিরাপত্তা কর্মকর্তাকে আক্রমণ করা এবং তেহরানের একটি রাস্তা বন্ধ করার অভিযোগে তাকে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ এই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ইরানের সর্বোচ্চ আদালত অভিযুক্তের আপিল প্রত্যাখ্যান করেছে।

সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয় গত ১৬ সেপ্টেম্বর। সেদিন থেকেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা ইরানে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের ভয় দেখানোর জন্য আন্দোলনে অংশ নেয়া ২১ জনকে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে চাইছে ইরান।

ইরানে চলতি বছর রেকর্ড পাঁচ শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত