রাশিয়ার বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে ২০ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০৫:০৩

রাশিয়ার কেমেরোভো শহরের একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে শুক্রবার রাতে আগুনের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু এবং আরো ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। শনিবার রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্থানীয় গর্ভনর জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
|আরো খবর
তবে স্থানীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, গরম করার বয়লারের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুই তলা বিশিষ্ট ওই কাঠের ভবনটির ওপরের অংশ সারারাত ধরে পুড়তে থাকে। বৃদ্ধাশ্রমটি সরকারি অনুমতি ছাড়াই চালু করা হয়েছিল।
কেমেরোভোর গভর্নর সের্গেই সিভিলেভ টেলিগ্রামে বলেন, আমরা এ ধরনের সব প্রতিষ্ঠান পরিদর্শন করবো, বিশেষভাবে বেসরকারিগুলো। আগামী এক সপ্তাহের মধ্যে পরিদর্শন শেষ হবে।
স্থানীয় ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ি, রাশিয়াজুড়ে এরকম অনেক অনিবন্ধিত বৃদ্ধাশ্রম চালু আছে। ব্যক্তিগতভাবে চালু করা এসব বৃদ্ধাশ্রমগুলো অগ্নি-নিরাপত্তার বিষয়টি সঠিকভাবে মানা হচ্ছে না। একই শহরে ২০১৮ সালে একটি অবসর-যাপন কেন্দ্রে আগুন লেগে ৬০ জনের মৃত্যু হয়েছিল। যাদের মধ্যে ৩৭ জনই ছিল শিশু।
বাংলাদেশ জার্নাল/এমএ