ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

দুর্ঘটনা নয়, যুক্তরাষ্ট্র জুড়ে বিমান বিভ্রাট পরিকল্পিত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ১৯:১১  
আপডেট :
 ১৩ জানুয়ারি ২০২৩, ১৯:২১

দুর্ঘটনা নয়, যুক্তরাষ্ট্র জুড়ে বিমান বিভ্রাট পরিকল্পিত
যুক্তরাষ্ট্রে জুড়ে বিমান বিভ্রাট পরিকল্পিত । ছবি: সংগৃহীত

দুর্ঘটনা নয়, অজ্ঞাত কোনও ব্যক্তির ইচ্ছাকৃত প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র জুড়ে বিমান বিভ্রাট ঘটে বলে জানিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সাইবার হামলার কারণে মঙ্গলবার (১০ জানুয়ারি) আমেরিকায় থমকে গিয়েছিল কয়েকশো বিমানের যাত্রা।

এফএএ জানায়, কম্পিউটার নিয়ন্ত্রিত যে ব্যবস্থা পাইলটদের নিরাপত্তা সংক্রান্ত বার্তা পাঠায় সেই ফাইলকে কেউ করাপ্ট করে দিয়েছিল। সে কারণেই থমকে যায় কয়েকশো বিমানের ফ্লাইট।

আমেরিকার প্রশাসন সূত্রে খবর, বিমান বিভ্রাটের জেরে ৯০০০ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান সে দিন দেরিতে চলছে। বাতিল করা হয় ১৩০০ ফ্লাইট।

বিমান পরিষেবায় প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার পরেই যুক্তরাষ্ট্রে সাইবার হামলা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, বিমান বিভ্রাটের পিছনে সাইবার হামলা নেই। তবে ইতিমধ্যেই যাত্রী পরিবহণ দফতরকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত