ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ইরানে সামরিক স্থাপনায় ড্রোন হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১৯:০২

ইরানে সামরিক স্থাপনায় ড্রোন হামলা
প্রতিকী ছবি

ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে একটি সামরিক অস্ত্র কারখানায় বেশ কয়েকটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে এই হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার গভীর রাতে ইরানের ইসফাহান শহরে ড্রোন হামলা চালানো হয়। মূল লক্ষ্য ছিল দেশটির প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র কারখানা। অস্ত্র কারখানার ছাদে বিস্ফোরণের জেরে সামান্য ক্ষতি হলেও, ভিতরে বিশেষ ক্ষয়ক্ষতি বা হত্হতের ঘটনা ঘটেনি।

রোববার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চার-পাঁচটি ড্রোন মিলে একসঙ্গে হামলা চালাচ্ছিল। একের পর এক বিস্ফোরক ফেলা হচ্ছিল ড্রোনের মাধ্যমে। এরপরই বিমানবাহিনী পাল্টা আক্রমণ করা হয়। গুলি করে নামানো হয় তিনটি ড্রোন। সেগুলির ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে, কে বা কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

অন্যদিকে, প্রায় একই সময়ে ইরানের উত্তর-পশ্চিমের শহর তাবরিজ়ের ইন্ডাস্ট্রিয়াল জোনে থাকা একটি তৈল শোধনাগারেও আগুন লাগে। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তৈল শোধনাগারের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হলেও, প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। দুটি ঘটনা সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই ছায়াযুদ্ধ চলছে। প্রায় সময়ই ইরানের সেনাবাহিনী ও পরমাণু কেন্দ্রগুলোর উপরে হামলা চালানো হয়। গত বছরও তেহরানে হামলা চলে। এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয় এবং আরেক কর্মী আহত হন। ২০২১ সালেও ইরানের নাতানাজ পরমাণু কেন্দ্রে হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করা হয়েছিল। যদিও ইসরায়েল কোনও হামলারই দায় স্বীকার করেনি।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত