ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

টালমাটাল শেয়ার বাজারে ৩ হাজার কোটির বিনিয়োগ পেল আদানি গ্রুপ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৩:০৩  
আপডেট :
 ৩১ জানুয়ারি ২০২৩, ১৩:৪১

টালমাটাল শেয়ার বাজারে ৩ হাজার কোটির বিনিয়োগ পেল আদানি গ্রুপ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ভিত্তিক লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হিনডেনবার্গের রিপোর্টের মুখে যখন আদানি গোষ্ঠীর শেয়ার বাজার টালমাটাল, তখন কিছুটা হলেও স্বস্তি পেলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। গোষ্ঠীটি সোমবার ৪০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৩ হাজার ২৬০ কোটি টাকা। আবু ধাবির সংস্থা ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি এই টাকা বিনিয়োগ করেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ভাই ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেশক শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান এই ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির মালিক। এই সংস্থাই আদানিদের সহায়ক সংস্থায় বিনিয়োগ করতে উদ্যোগী হয়েছে।

আবু ধাবির সংস্থাটি জানিয়েছে, তারা ভারতীয় শিল্পগোষ্ঠীর মৌলিক বিষয়গুলিতে আস্থাশীল। তাই তারা আদানিদের ফলো-অন শেয়ার বিক্রিতে ৪০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করতে চায়।

সংস্থার সিইও একটি বিবৃতিতে জানিয়েছেন, আমরা দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টিকে দেখছি। আমাদের মনে হয় আগামী দিনে শেয়ার বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহে ভারতের বৃহৎতম শিল্পগোষ্ঠী আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করে হিনডেনবার্গ। হিনডেনবার্গের অভিযোগ, কৃত্রিম ভাবে শেয়ারের দর কয়েক গুণ বাড়িয়ে আদানিরা বিশাল সম্পদ তৈরি করেছেন। কারচুপি করেই গত ৩ বছরে আদানির শেয়ার সম্পদের পরিমাণ বেড়েছে ৮০০ শতাংশের বেশি।

এদিকে হিনডেনবার্গের রিপোর্টের জেরে আদানিদের শেয়ারের দাম মুখ থুবড়ে পড়ছে। রিপোর্ট প্রকাশের পর থেকেই শেয়ার বাজারে হু হু করে কমতে থাকে আদানিদের শেয়ারের দাম। গত কয়েক দিনে প্রায় ৬৫ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে এই সংস্থা।

অন্যদিকে ৬৫ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়ে বিশ্বের র্শীষ ধনীদের তালিকায় গৌতম আদানি তিন থেকে আটে নেমে এসেছেন। ফোর্বসের বিলিনিয়ার ইনডেক্সে অনুসারে, বর্তমানে গৌতম আদানি সম্পদের পরিমাণ ৮৮.১ বিলিয়ন ডলার।

যদিও হিনডেনবার্গের রিপোর্ট মিথ্যা ও ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছে আদানি গোষ্ঠী। তাদের ভাবমূর্তি নষ্ট করে লগ্নিকারীদের বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছে এই শিল্পগোষ্ঠী।

হিনডেনবার্গের রিপোর্টের পাল্টা হিসাবে ৪১৩ পৃষ্ঠার জবাব দিয়েছে আদানি। যেখানে দাবি করা হয়েছে, তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা। আত্মপক্ষ সমর্থনে কিছু প্রমাণও দেখিয়েছে শিল্পগোষ্ঠীটি । আদানির পাল্টা অভিযোগ ছিল, হিনডেনবার্গের এই রিপোর্ট আসলে ভারতের উপর ‘পরিকল্পিত হামলা’।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত