ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ১৭:২৭

ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড
ফাইল ছবি

নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৬দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে, এটি কেরমাডেক দ্বীপপুঞ্জের বৃহত্তম রাউল দ্বীপের প্রায় ৭৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বা অকল্যান্ডের ৯৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে কেন্দ্রীভূত ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক ৯। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫২ কিলোমিটার (৯৪ মাইল)।

যদিও ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক ছয়। গভীরতা ছিল ১৮৩ কিলোমিটার।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এমনকি সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

২০১৯ সালের জুনে কেরমাডেক দ্বীপপুঞ্জের কাছে প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে রাউল দ্বীপে একটি ছোট সুনামি দেখা গিয়েছিল। সূত্র: রয়টার্স

বাংলাদেশ জার্নাল/সামি/আরকে

  • সর্বশেষ
  • পঠিত