ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

জঙ্গি নয় এবার ভারতে ঢুকল পাকিস্তানের চিতা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ২২:৫৪

জঙ্গি নয় এবার ভারতে ঢুকল পাকিস্তানের চিতা
প্রতীকী ছবি

মাঝে-মধ্যেই পাকিস্তান থেকে সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি ঢোকার খবর পাওয়া যায়। এবারও সীমান্ত দিয়ে ঢোকার এক খবর, তবে জঙ্গি সদস্য নয়। পাকিস্তানের একটি চিতাবাঘ ঢুকে পড়েছে ভারতে।

জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সাব সেক্টরে সীমান্ত পেরিয়ে ওই প্রাণীটি শনিবার সন্ধ্যায় ভারতে ঢুকেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএনআই।

চিতাবাঘের অনুপ্রবেশের ভিডিও ছড়িয়েছে সামজিক যোগাযোগমাধ্যমেও। সীমান্তরক্ষী বাহিনীদের সদস্যদের সঙ্গে সঙ্গে এ নিয়ে ভীতু হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।

ভিডিওতে দেখা যায়, প্রায় হামাগুড়ি দিয়ে কাঁটাতারের নীচ দিয়ে ভারতে ঢুকে পড়ে চিতাবাঘটি। তার পর এটি জঙ্গলে পালিয়ে যায়।

প্রশাসন স্থানীয়দের সতর্ক করেছে। নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

ভিডিওতে একজন মন্তব্য করেছেন, ‘এ ধরনের অনুপ্রবেশ চলতেই পারে। আরেকজন লিখেছেন, চিতাবাঘটিও আর পাকিস্তানে থাকতে চাইছে না। সে দেশে নিজেকে নিরাপদ মনে করছে না।

বাংলাদেশ জার্নাল/কেএ/আরকে

  • সর্বশেষ
  • পঠিত