ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

পশ্চিমবঙ্গে ডাইনি অপবাদে দম্পতিকে পিটিয়ে হত্যা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১৭:০০

পশ্চিমবঙ্গে ডাইনি অপবাদে দম্পতিকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

ডাইনি অপবাদ দিয়ে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গ্রামের মোড়ল এবং তার দোসরদের বিরুদ্ধে। ঘটনাটি ভারতের বীরভূমের আমোদপুরের ভ্রমরকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোয়াপাড়া গ্রামের। মৃতরা হলেন ওই গ্রামের পাণ্ডু হেমব্রম এবং পার্বতী হেমব্রম।

গ্রামবাসীরা জানান, শনিবার সকালে গ্রামের মোড়ল তার দলবল নিয়ে পাণ্ডু-পার্বতীর বাড়িতে যায়। সেখানে তাদের বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত দু’জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা চলার সময় সেখানেই তাদের মৃত্যু হয়।

মৃতদের স্বজনরা বলছে, নোয়াপাড়া গ্রামের মোড়ল রুবাই বেসরা ও আশপাশের আদিবাসী গ্রামের বেশ কিছু মানুষ মনে করতো, পাণ্ডুও পার্বতী ডাইনিবিদ্যা জানেন এবং ওই বিদ্যা চর্চা করেন। ডাইনি অপবাদ দিয়ে দলবল নিয়ে দম্পতির উপর চড়াও হয়ে মারধর করে।

বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, মোড়ল গ্রেপ্তার হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, মারধরের কারণেই মৃত্যু হয়েছে। তবে ডাইনি অপবাদেই মারধর করা হলো, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: এনডিটিভি

বাংলাদেশ জার্নাল/কেএ/আরকে

  • সর্বশেষ
  • পঠিত