ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলাকারী বৈধভাবে সাতটি অস্ত্র কিনেছিলেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ১২:১৩

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলাকারী বৈধভাবে সাতটি অস্ত্র কিনেছিলেন
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে স্কুলে হামলার আগে ৭টি অস্ত্র কিনেছিল বন্দুকধারী অড্রে হ্যাল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে স্কুলে হামলার আগে ৭টি অস্ত্র কিনেছিল বন্দুকধারী অড্রে হ্যাল। একটি হ্যান্ডগান ও আরও দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় ওই হামলায়। মঙ্গলবার এ তথ্য জানায় শহরটির পুলিশ প্রধান। তিনি জানান, স্থানীয় পাঁচ দোকান থেকে অস্ত্রগুলো কিনেছিল হামলাকারী হ্যাল।

ন্যাশভিলের পুলিশ প্রধান জন ড্রেইক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ২৮ বছর বয়সী ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। হামলাকারী ‘ইমোশন ডিজঅর্ডার’ বা হতাশায় ভুগছিলেন। তিনি হতাশা থেকে মুক্তি পেতে ডাক্তারের শরণাপন্নও হয়েছিলেন। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। জানতে তদন্ত চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে আরও কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা ছিল হ্যালের।

এদিকে হ্যালির কাছে থাকা ৭টি অস্ত্রের বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছে তার বাবা-মা।

গত সোমবার ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে ছয়জন নিহত হয়। বন্দুকধারী পুলিশের সঙ্গে গুলিবর্ষণে লিপ্ত হয় এবং তিনি নিহত হন। সূত্র: সিএনএন

বাংলাদেশ জার্নাল/সামি/এমএ

  • সর্বশেষ
  • পঠিত