ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

আগামী মাসে তুরস্কে যাবেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ১৬:১২  
আপডেট :
 ৩০ মার্চ ২০২৩, ১৬:২১

আগামী মাসে তুরস্কে যাবেন পুতিন
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের আক্কুয়ু পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে গতকাল বুধবার জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এ হাবের টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, আক্কুয়ু পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সফলতার সঙ্গেই এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, এমন একটি সম্ভাবনা আছে যে, জনাব পুতিন ২৭ এপ্রিল তুরস্কে আসবেন, অথবা আমরা দু'জনেই অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবো।

তবে এ বিষয়ে সোমবার ক্রেমলিন জানিয়েছে, পুতিনের তুরস্ক সফরের বিষয়টি এখনও নিশ্চিত নয়।

দ্য আক্কুয়ু এনপিপি তুরস্কে নির্বিতব্য প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র। রাশিয়ার সাথে ২০১০ সালে তুরস্কের আন্তর্সরকারি চুক্তির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর কাজ শেষ হলে এটি তুরস্কের বিদ্যুৎ চাহিদার দশ শতাংশ পূরণ করতে সক্ষম হবে। চলতি বছরেই বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার কথা রয়েছে।

এদিকে এ মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আন্তর্জাতিক এ আদালতের যেসব সদস্য রাষ্ট্র রয়েছে, তাদের বিধান অনুযায়ী, যদি পুতিন সেসব সদস্য রাষ্ট্রে যান তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। তবে তুরস্ক এ আদালতের সদস্য নয়। সূত্র:রয়টার্স।

বাংলাদেশ জার্নাল/সামি/এমএস

  • সর্বশেষ
  • পঠিত