ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

অমিত শাহ‍ ’র সফরের আগে নতুন করে সংঘর্ষ, পুলিশসহ নিহত ৫

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২৩, ১৩:৫৮

অমিত শাহ‍ ’র সফরের আগে নতুন করে সংঘর্ষ, পুলিশসহ নিহত ৫
ছবি- সংগৃহীত

ভারতের মনিপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফর কেন্দ্র করে নতুন করে সংঘর্ষে এক পুলিশসহ কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহতের হয়েছেন অন্তত ১২ জন। ফলে এ পর্যন্ত কমপক্ষে ৮০ জন প্রাণ হারিয়েছেন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

অত্যাধুনিক অস্ত্র বহনকারী কথিত সন্ত্রাসীরা সেরু এবং সুগুনু এলাকায় অনেক বাড়িতে আগুন দেয়ার পর রাজ্যের বেশ কয়েকটি এলাকায় নতুন সহিংসতার খবর পাওয়া গেছে। সহিংসতা-বিধ্বস্ত রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের কয়েক ঘণ্টা আগে নতুন সংঘর্ষ ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মেইতিস এবং কুকি উভয়কেই শান্ত ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার মণিপুরে যান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডেও। সহিংসতার আরও বৃদ্ধি এড়াতে সরকার বেশ কয়েকটি এলাকায় কারফিউ এবং ইন্টারনেট নিষেধাজ্ঞা জারি করেছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসীরা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এম-১৬ এবং একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার বন্দুক ব্যবহার করছে। তারা অনেক গ্রামে এসে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমরা সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাদের বিরুদ্ধে খুব শক্ত পদক্ষেপ নিতে শুরু করেছি। আমরা অন্তত ৪০ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করার খবর পেয়েছি।

তবে রোববার ভোরের সংঘর্ষ ওই দুই গোষ্ঠীর মধ্যে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিরেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কুকি উগ্রবাদী এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে।

তফসিলি আদিবাসীর মর্যাদা নিয়ে আদালতের আদেশের বিরুদ্ধে স্থানীয় জাতিগত গোষ্ঠীগুলোর বিক্ষোভের জেরে গত মাসে গোটা রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। নিহত হয়েছে প্রায় ৮০ জন। গত ২৫ দিন ধরে সেখানে ইন্টারনেট পরিষেবা নেই। বহু মানুষ ঘরছাড়া।

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত