ভয়াবহ দুর্ঘটনার পর এবার আগুনে পুড়লো যাত্রীবাহী ট্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১০:৫১ আপডেট : ০৭ জুন ২০২৩, ২২:৫৭

গেলো শুক্রবার ভারতের ওডিশায় দুই দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। এরইমধ্যে দেশটির উত্তর প্রদেশে দুটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
|আরও খবর
এতে বলা হয়, লখনৌতে ধানবাদ থেকে ফিরোজপুরগামী গঙ্গা সুতলেজ এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগে যায়। পরে সেটিতে থাকা ৭২ জন যাত্রীকে নামিয়ে আনা হয়।
গোমতি নগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শিভদারাস প্রসাদ সিনহা বলেন, ট্রেনটির চাকার সঙ্গে বাইরের কোনো বস্তু আটকে যাওয়ায় ঘর্ষণের ফলে আগুন লেগে যায়। আগুন লাগার পর সেখানে পদদলিত হওয়ার মতো অবস্থা তৈরি হয়।
এদিকে উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায় ভারওয়ারি রেলওয়ে স্টেশনে শিয়ালদহ-আজমির এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগে যায়। এ ঘটনার পর যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেনটি থেকে নেমে পড়েন। রেলওয়ে কর্মীদের চেষ্টায় এ আগুনও দ্রুত নিয়ন্ত্রণে আসে।
গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ওড়িশায় তিন ট্রেনের সংঘর্ষ হয়। এতে ২৭৮ জন নিহত হন। আহত হন প্রায় হাজারের বেশি মানুষ।
বাংলাদেশ জার্নাল/সামি