ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

গন্তব্য আমেরিকা, নেমে গেল রাশিয়ায়

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৮:১৪  
আপডেট :
 ০৭ জুন ২০২৩, ১৮:১৭

গন্তব্য আমেরিকা, নেমে গেল রাশিয়ায়
ছবি- সংগৃহীত

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার যুক্তরাষ্ট্রগামী একটি যাত্রীবাহী বিমান রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী এআই১৭৩ ফ্লাইটটি রাশিয়ার মাগদান বিমানবন্দরে অবতরণ করে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্র।

এ ঘটনায় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন,আমরা জানি যুক্তরাষ্ট্রগামী একটি বিমান রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। যদিও আমি জানি না, ওই বিমানে কতজন মার্কিন নাগরিক ছিলেন।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সান ফ্রান্সিসকোগামী এআই১৭৩ ফ্লাইটে ২১৬ জন যাত্রী ছিলেন। পাইলট, সহকারী পাইলট এবং বিমানকর্মীসহ আরও ১৬ জন ক্রু ছিলেন। তারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানানো হয়।

ইঞ্জিন ত্রুটির কারণে রাশিয়ার মাগদানে উড়োজাহাজটি অবতরণ করানো হয় বলে জানায় টাটা গ্রুপের মালিকানাধীন কোম্পানিটি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বেদান্ত প্যাটেল বলেন, এয়ার ইন্ডিয়ার বিবৃতি দেখে যা বুঝতে পেরেছি, একটি বিকল্প বিমানে যাত্রীদের সান ফ্রান্সিসকোয় পৌঁছে দেয়া হয়েছে।

সোমবার সকালে দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশে ছেড়ে যায় উড়োজাহাজটি। মাঝ আকাশেই ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় বলে দাবি করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

এরপর নিকটস্থ বিমানবন্দর পূর্ব রাশিয়ার মাগদানের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বার্তা পাঠান পাইলট। সবুজ সংকেত পেয়ে সেখানে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত