ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ন্যাটো: সাবেক জোট প্রধান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৬:৩৭

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ন্যাটো: সাবেক জোট প্রধান
ছবি- সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা না পেলে ন্যাটো জোটের কিছু দেশ ইউক্রেনে সেনা পাঠাতে পারে বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাবেক প্রধান আন্দ্রেস রাসমুসেন। বৃহস্পতিবার ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রাসমুসেন আরও বলেন, ন্যাটো জোটের আসন্ন শীর্ষ সম্মেলনে যদি কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা না দেয়া হয় তাহলে জোটের কোনো কোনো দেশ এই পদক্ষেপ নেবে বলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ন্যাটো জোটভুক্ত যেসব দেশ ইউক্রেনে সেনা পাঠাবে তাদের নেতৃত্ব দিতে পারে পোল্যান্ড।

জেলেনস্কির এ উপদেষ্টা বলেন, আগামী জুলাই মাসে লিথুয়ানিয়ায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। ওই সম্মেলনের আগে জোটের পক্ষ থেকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, অস্ত্র হস্তান্তর এবং যৌথ সামরিক প্রশিক্ষণসহ কিয়েভকে লিখিত নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। যদি ন্যাটো জোট সুস্পষ্টভাবে ইউক্রেনের পথ বেছে নিতে রাজি না হয় তাহলে কোনো কোনো দেশ পৃথকভাবে ব্যবস্থা নিতে পারে- এমন সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, ইউক্রেনের জন্য এ ধরনের সামরিক সহায়তা চাওয়া সম্পূর্ণ আইনি হবে।

এদিকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা পাওয়ার লক্ষ্যে রাসমুসেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপ এবং আমেরিকা সফর করেছেন।

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত