রমজান কাদিরভ হাসপাতালে, অবস্থা আশঙ্কাজনক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৯
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও চেচেন নেতা রমজান কাদিরভ মারাত্মক অসুস্থ বলে দাবি করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা।
ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসোভ চেচেন নেতার অসুস্থতার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ইউসোভ বলেন, ‘হ্যাঁ, খবরটি সত্যি। আমাদের কাছে তথ্য আছে যে যুদ্ধাপরাধী কাদিরভের অবস্থা এখন শোচনীয়। যেসব রোগে তিনি ভুগছিলেন সেগুলোই তাঁকে এখন মারাত্মক পরিস্থিতির মুখোমুখি করেছে।’
ইউসোভ আরও জানান, কাদিরভ দীর্ঘদিন ধরেই রোগে ভুগছিলেন। কিন্তু কয়েক দিন ধরে তার অসুস্থতা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।
আরও পড়ুন: ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল যুক্তরাজ্য
এর আগে ইউক্রেনের গণমাধ্যম ‘অবজরিভাটেল’ চেচনিয়ার একটি সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল, দেশটির সর্বোচ্চ নেতা কাদিরভ কোমায় চলে গেছেন।
গত কয়েক মাস ধরেই কাদিরভের শারীরিক অসুস্থতা নিয়ে নানা ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে। চলতি বছরের শুরুতে বিশ্লেষকরা কাদিরভের দ্রুত ওজন বৃদ্ধি এবং মুখ ফুলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে ‘কর্নেল জেনারেল’ হিসেবে দায়িত্ব পালন করছেন কাদিরভ। গত জুলাইয়ে নিজের অধীনস্ত কিছু চেচেন সৈন্যকে বাখমুতের রক্তক্ষয়ী যুদ্ধে মোতায়েন করেন তিনি।
২০০৭ সাল থেকে চেচেন প্রজাতন্ত্রের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন কাদিরভ। ২০১৪ সালে সামরিক অভিযানের মাধ্যমে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়া নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠেন তিনি।
আর গত বছর ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্ণমাত্রার আগ্রাসনকে ‘বড় জিহাদ’ ঘোষণা দিয়ে আলোচনায় আসেন কাদিরভ। এমনকি ইউক্রেনের বিরুদ্ধে কম ক্ষতিকর পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।
বাংলাদেশ জার্নাল/আইজে