ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ঘর সাজাতে হলুদ এবং ধূসরের ছোঁয়া

  ফাতিমা মারজান

প্রকাশ : ২৬ জুন ২০২১, ২০:০১  
আপডেট :
 ২৬ জুন ২০২১, ২০:০৬

ঘর সাজাতে হলুদ এবং ধূসরের ছোঁয়া

রঙের ছোঁয়া ফিরিয়ে দিতে পারে আপনার ঘরের পুরো সৌন্দর্য। তাই ঘরের সাজে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রঙের ব্যবহার। আপনি যদি আপনার ঘরটি মনের মতো সাজাতে চান তাহলে কি রঙের ব্যবহার রাখতে পারেন! যদি ঘরের সাজে যুক্ত হয় হলুদ আর ধূসর রঙ তাহলে ব্যাপারটা কেমন হয়! নিঃসন্দেহে মন্দ হয় না।

যুক্তরাষ্ট্রের জ্যোর্তিবিদ ফ্রেটস্কি এর মতে, এই দুটি রঙ-এর একটি ভালো সম্পর্ক আছে। এর মিশ্রণটা বেশ অন্যরকম। একটি স্বাচ্ছন্দ্যময় এবং প্রশংসনীয় শোবার ঘর, বসার ঘর বা বাচ্চাদের ঘরের দেয়ালে এই দুটি রঙ বেশ ভূমিকা রাখবে। আমরা কখনোই গোটা দেয়াল হলুদ রঙ করতে চাই না। তবে শিশুদের ঘরের ক্ষেত্রে হলুদ রঙটি খেলাধুলার পরিবেশ তৈরি করতে পারে।

দেয়াল ছাড়াও আপনি আপনার বাসার অন্যান্য আসবাবপত্রেও এই রংঙের ব্যবহার রাখতে পারেন। যেমন- পর্দা, সোফা, কুশন এবং কার্পেটেও, এই রঙ দুটির মিশ্রণ বেশ অসাধারণ এবং রিফ্রেশিং। হলুদ বর্নটি ইতিবাচকতা বহন করে, এবং শক্তি ও সূর্যের সাথে এটির রয়েছে এক নিবির সম্পর্ক। আপনি যদি নিজের ঘরটি সবচেয়ে সুন্দর মনোরম এবং সুখী দেখতে চান তাহলে এই রঙ নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।

বাংলাদেশ জার্নাল/এফএম/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত