ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

হোম মেইড খাবারের বিশ্বাসযোগ্য নাম ‘নানা ভাই’স কিচেন’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১৭:৫৬  
আপডেট :
 ১৭ জুলাই ২০২১, ১৮:০০

হোম মেইড খাবারের বিশ্বাসযোগ্য নাম ‘নানা ভাই’স কিচেন’
হোম মেইড খাবারের বিশ্বাসযোগ্য নাম ‘নানা ভাই’স কিচেন’

সময় পাল্টেছে যার কারণে সবকিছুতেই এখন আধুনিকতার ছোঁয়া। ঘরে বসে অনলাইনে অর্ডার করলেই সহজেই মিলছে খাবার। দেশজুড়ে করোনার এ মহামারীর সময়ে যারা বাইরে বের হতে পারছেন না, তাদের জন্য বিশ্বাসযোগ্য এক নাম ‘নানা ভাই’স কিচেন’, যেখানে তৈরি হয় হোম মেইড ফুড।

হোম মেইড খাবারের মধ্যে এটি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে সবার কাছেই, অল্প সময়েই সবার মাঝে সাড়া ফেলেছে খাবারের মান, স্বাদ ও কোয়ালিটিতে।

এখানে ফাস্ট ফুড, ফ্রোজেন ফুড থেকে শুরু করে বাংলা খাবার সবই পাওয়া যায়। একদম ঘরে প্রস্ততকৃত ভেজালমুক্ত খাবার। এখানে খাবারের আইটেমের মধ্যে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বিফ সিজলিং, ভেজিটেবল, চাইনিজসহ বিভিন্ন ধরণের সেট মেনু। এছাড়াও রয়েছে মোরগ পোলাও, বিরিয়ানি, ভাত, খুদের ভাত, মাছ, মাংস, মাছের রেজালা, খিচুড়িসহ নানা ধরণের খাবার।

ফ্রোজেন খাবারের মধ্যে ভেজিটেবল স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল, ভেজিটেবল রোল, ডিম আলু চপ, আলু পুরি, লুচি, চিকেন মমো, ডাল পুরি, চিকেন কাবাব, বিফ কাবাব, চিকেন ফ্রাই, অনথন, চিকেন সাসলিক, চিকেন স্টিক, রুটি, পরোটা, সিংঙ্গারা, চিকেন ঝাল পিঠা, বিফ ঝাল পিঠা ইত্যাদি।

এছাড়াও রয়েছে নানারকমের মিষ্টান্ন ও কেক আইটেম। যেমন- কমলাভোগ, লালমোহন, স্পঞ্জ রসগোল্লা, বালুসাই, রসমলাই, বুটের হালুয়া, গাজরের রেশমি লাড্ডু, জর্দা। কেক আইটেমে রয়েছে পপ সিকেল, সেমি ফন্ডেন্ট কেক, লেমন কেক, রেড ভেলভেট, চকলেট কেক, ব্ল্যাক ফরেস্ট, অরেঞ্জ কেক, বাটারস্কেচ কেক, ফটো পেপার কেকসহ আরও অনেক ফ্লেভার।

এছাড়াও ‘নানা ভাই’স কিচেন’ এর সিগনেচার ডিস হলো- মোরগ পোলাও, বীফ তেহারী ও ফিরনি।

এটির প্রতিষ্ঠাতা গোলাম মেহেদি হাসান আখন্দ বলেন, এই করোনাকালীন সময়ে ঘরে বসে হোম মেইড খাবারে অল্প সময়েই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে ‘নানা ভাই’স কিচেন’। যে কেউ আমাদের গ্রুপে অনলাইনে অর্ডার করলেই দ্রুত সেই অর্ডার বাসায় পৌঁছে দিচ্ছি। ক্রেতারা আমাদের খাবার বেশ পছন্দ করছেন, এতেই আমি সন্তষ্ট।

খাবার অর্ডার করতে ক্লিক করুন... ‘নানা ভাই’স কিচেন’

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত