ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

মেকআপ ব্রাশ যত্নে রাখবেন যেভাবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ১৯:০০  
আপডেট :
 ০৬ আগস্ট ২০২১, ১৯:৩২

মেকআপ ব্রাশ যত্নে রাখবেন যেভাবে
সংগৃহীত

মেকআপ করতে দরকার হয় নানা ধরনের ব্রাশের। এই ব্রাশগুলোরও কিন্তু পরিচর্যার প্রয়োজন। ব্রাশ ব্যবহারের পর যদি সেগুলোর যত্ন নেওয়া না হয়, তবে সেটি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

মেকআপে আই ব্রাশ, লিপ ব্রাশ, স্পঞ্জ ব্রাশ, কনসিলার ব্রাশসহ নানা রকম ব্রাশ ব্যবহার করা হয়। ব্রাশ ব্যবহারের পর যদি এর যত্ন নেওয়া না হয়, তাহলে ত্বকের সংক্রমণ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনার শখের মেকআপ ব্রাশ যত্নে রাখবেন।

যা যা করবেন

হালকা কুসুম গরম পানির মধ্যে ব্রাশগুলো কয়েক মিনিট ভিজিয়ে রাখুন। এখন কয়েক ফোঁটা শ্যাম্পু অথবা বেবি শ্যাম্পু দিতে পারেন, এতে ব্রাশে জমে থাকা ময়লাগুলো সহজে বের হয়ে যাবে। ব্রাশের মাথায় লেগে থাকা ময়লাগুলো ঘষে তুলুন।

ব্রাশের পানি ঝরিয়ে রাখবেন, নয়তো ভেতরের ময়লা ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হবে না। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন।

সপ্তাহে একবার করে হলেও নিয়মিত আপনার মেকআপ ব্রাশ পরিষ্কার রাখুন এবং মেকআপ ব্রাশগুলো আলাদা ব্যাগে রাখুন, তাহলে দেখবেন, ধুলোবালি ও জীবাণু থেকে মুক্ত থাকবে ব্রাশ।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত