ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

পেয়ারা দিয়ে জেলি তৈরির ঘরোয়া রেসিপি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ১৮:০২

পেয়ারা দিয়ে জেলি তৈরির ঘরোয়া রেসিপি

জেলি খেতে কমবেশি সবাই-ই পছন্দ করেন। পাউরুটির সঙ্গে জ্যাম বা জেলি খেতে অনেকেই বেশ পছন্দ করেন। চাইলেই তাজা পেয়ারা দিয়ে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন পেয়ারার তৈরি জেলি। পেয়ারা দিয়ে তৈরি জেলি খেতে অত্যন্ত সুস্বাদু এবং সাস্থ্যকর। চলুন জেনে নেই পেয়ারার জেলি তৈরির সহজ রেসিপি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

১. পাকা পেয়ারা ১ কেজি

২. চিনি হাফ কেজি

৩. লেবুর রস এক টেবিল চামচ

৪. পানি হাফ কাপ

৫. ফুড কালার খুব সামান্য

প্রস্তুত প্রনালী-

পেয়ারাগুলো ভালো করে ধুয়ে টুকরা করে নিন। এরপর একটি পাতিলে দুই লিটার পানি দিয়ে পেয়ারাগুলো সেদ্ধ করতে দিন। এবং চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে নিবেন। ছাঁকনিতে অথবা পাতলা পরিষ্কার কাপড়ে সেদ্ধ পেয়ারা ছেঁকে নিন। ছাঁকনির নিচে অবশ্যই পরিষ্কার একটি পাত্র রাখবেন। কারণ এই ছেঁকে নেয়া পানি দিয়েই জেলি তৈরি হবে। এবার পেয়ারা থেকে রস বের করে নিন ভালোভাবে। এবার রসের পাত্রটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। ফুড কালার দিতে চাইলে মিশিয়ে দিন। ঘন হয়ে ফেনা উঠে গেলে লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। এরপর ঠান্ডা করে বয়ামে সংরক্ষণ করুন। এভাবেই বানিয়ে ফেলতে পারবেন সহজ এই রেসিপিটি।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত