ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ভিন্ন স্বাদে ডিমের মালাইকারি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ১৬:০২

ভিন্ন স্বাদে ডিমের মালাইকারি

ডিম খেতে কমবেশি সবাই-ই পছন্দ করে। এতে আছে প্রোটিনের পাশাপাশি প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২। ডিম দিয়ে নানা রকমের মজাদার খাবার তৈরি হয়। তবে ডিমের এই রেসিপিটি একটু আলাদা, এতে আনে স্বাদের পরিবর্তন। চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

তৈরির পদ্ধতি-

প্রয়োজনীয় উপকরণ-

১. ডিম- ৬ টি

২. পেঁয়াজ বাটা- ৩ চা চামচ

৩. রসুন বাটা- দেড় চা চামচ

৪. আদা বাটা- ২ চা চামচ

৫. নারিকেল দুধ- ৩ কাপ

৬. লালমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ

৭. ধনিয়া গুঁড়ো- ১/২ চা চামচ

৮. বাদাম বাটা- ৩ চা চামচ

৯. হলুদ গুঁড়ো- ১ চা চামচ

১০. টমেটো কুঁচি- ২/৩ কাপ

১১. তেল- ৩ চা চামচ

১২. লবণ- স্বাদমতো

১৩. কাঁচামরিচ বাটা- ২ চা চামচ

১৪. ধনেপাতা- সামান্য

১৫. টেলে রাখা জিরা গুঁড়ো- ৩ চা চামচ

১৬. গরম মসলার গুঁড়ো- ১/২ চা চামচ

প্রস্তুত পদ্ধতি-

প্রথমে ডিম সেদ্ধ করে নিয়ে দুই ভাগ করে কেটে আলাদা পাত্রে তুলে রাখুন। একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দিন। সা্থে একটু পানি যোগ করতে পারেন। এবার এতে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টমেটো কুঁচি ও কাঁচামরিচ বাটা দিয়ে দিন। মাঝারী আঁচে সময় নিয়ে সব মসলাগুলো একসাথে ভুনা করে নিন। মসলা কষানো হয়ে গেলে এতে নারকেল দুধ ও বাদাম বাটা মিশিয়ে জ্বালিয়ে নিন। কিছুক্ষণ পর ঝোল ঘন হয়ে আসবে। তারপর ভাজা জিরা গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো ছিটিয়ে কিছুক্ষণের জন্য মালাইকারি হালকা আঁচে দমে রাখুন। ঝোল ঘন হয়ে আসলে ডিমগুলো দিয়ে দিন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন। এটা দেখতে যেমন দারুন, তেমনি খেতেও মজার।

বাংলাদেশ জার্নাল/এফএম/কেআই

  • সর্বশেষ
  • পঠিত