ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ঘরোয়া স্বাদে পমফ্রেট ফিশ তন্দুরি

  ফাতিমা মারজান

প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ১৫:৪৬  
আপডেট :
 ২২ আগস্ট ২০২১, ১৬:০৩

ঘরোয়া স্বাদে পমফ্রেট ফিশ তন্দুরি
ছবি প্রতীকী

পমফ্রেট ফিশ খেতে কে না পছন্দ করে। এটি একটি সামুদ্রিক মাছ। এটি খেতে যেমন মজা তেমনই পুষ্টিগুনে ভরপুর। তবে আপনি চাইলেই খুব সহজে ঘরে বসেই এই ভিন্ন স্বাদের পমফ্রেট ফিশ তন্দুরিটি বানিয়ে ফেলতে পারবেন।

চলুন জেনে নেই পমফ্রেট ফিশ তন্দুরির রেসিপি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. মাঝারি আকৃতির আস্ত দুটি পমফ্রেট ফিশ

২. আদা-রসুন বাটা ২ টেবিল চামচ

৩. লেবুর রস ৩ টেবিল চামচ

৪. দই ২৫০ গ্রাম

৫. সরষের তেল ২ চা চামচ

৬. জিরের গুঁড়ো ১ চা চামচ

৭. গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ

৮. লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ

৯. লবন স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমেই যা করতে হবে, একটি পাত্রে আদা রসুন বাটা, লেবুর রস এবং মরিচের গুঁড়োর হাফ অংশ সঙ্গে স্বাদ মতো লবন দিয়ে ভালো করে মাছগুলির গায়ে মিশিয়ে নিন ও মাছগুলোর মাঝখান দিয়ে হালকা চিরে নেবেন। এরপর দেড় ঘণ্টার মতো ফ্রিজে ম্যারিনেট করতে দিন। তারপর অন্য একটি পাত্রে রেখে দেয়া বাকি আদা-রসুনবাটা, লেবুর রস ও মরিচ গুঁড়ো মিশিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা, লবন, দই ও সরষের তেল দিয়ে দিন। এরপর পুরো মিশ্রণটি পমফ্রেট মাছগুলির গায়ে মাখিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর তন্দুর উনুনে মাছ রোস্ট করে নিন, যতক্ষণ না ভালো করে নরম হয়। এটি ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে ৫ মিনিট রোস্ট করতে দিন। এরপর ২ মিনিট রেখে আবার ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে আরও তিন অথবা সারে তিন মিনিট রোস্ট করে নিন।

সবশেষে, সস অথবা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন সুন্দর একটি পাত্রে।

বাংলাদেশ জার্নাল/এফএম/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত