ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ঘরোয়া উপায়ে ডার্ক সার্কেল দূর করার পদ্ধতি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ১৩:০২

ঘরোয়া উপায়ে ডার্ক সার্কেল দূর করার পদ্ধতি
ছবি: সংগৃহীত

চোখের নিচে কালো হয়ে যাওয়া নিয়ে অনেকেই থাকেন দুশ্চিন্তায়। এটি এমন এক সমস্যা যা আপনার মুখের সৌন্দর্য অনকটাই কমিয়ে দিতে পারে। নানা কারণে দেখা দিতে পারে ডার্ক সার্কেল বা চোখের নিচে কালি। তবে আপনি যদি দুশ্চিন্তা বেশি করতে থাকেন তবে এ সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে।

তবে আপনি ঘরোয়া উপায়ে যত্ন নিলে সহজেই চোখের নিচের কালি দূর করা সম্ভব হতে পারে।

যেসব ডার্ক সার্কেল দেখা দিতে পারে

* রোদের কারণ

* বয়সের কারণে

* ধূমপান করলে।

* অনিদ্রা কিংবা ঘুমের অভাব হলে

* অ্যালার্জির কারণে

* চোখের চারপাশে ফ্যাটি টিস্যুর পরিমাণ কমে গেলে

* চোখের চারপাশে ত্বক পাতলা হলে

* আয়রনের ঘাটতি থেকে অ্যানিমিয়া হলে

* থাইরয়েডজনিত কারণে

চোখের নিচের ডার্ক সার্কেল দূর করার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। প্রতিদিন একটু সময় বের করে ঘরোয়া কয়েকটি উপাদানেই এই সমস্যা দূর করা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায়গুলো সম্পর্কে-

নারিকেল তেলের ব্যবহার

রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে নারিকেল তেল লাগিয়ে নিন। এতে আপনার চোখের চারপাশের ত্বক ময়েশ্চারাইজ হবে। পরদিন সকালে উঠে চোখ ভালোভাবে ধুয়ে নেবেন।

কাঁচা দুধের ব্যবহার

কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এরপর সেই দুধে কটন প্যাড ভিজিয়ে চোখের উপর রেখে দিন। এভাবে অন্তত মিনিট দশেক রেখে দেবেন। এভাবে প্রতিদিন করে অন্তত এক সপ্তাহ ব্যবহার করুন।

শসার ব্যবহার

চোখের নিচের কালি দূর করার জন্য ব্যবহার করতে পারেন শসার টুকরা। সেজন্য প্রথমে শসা ভালোভাবে ধুয়ে পাতলা করে কেটে নিন। এবার সেই টুকরাগুলো ফ্রিজে রাখুন কিছুক্ষণের জন্য। ঠান্ডা হলে ফ্রিজ থেকে বের করে চোখের উপর দিয়ে রাখুন অন্তত পনের মিনিট। এটি চোখের নিচের কালি দূর করার জন্য খুব পরিচিত একটি ঘরোয়া

গোলাপজলের ব্যবহার

রূপচর্চার কাজে গোলাপজলের ব্যবহারের কথা সবারই কমবেশি জানা। এটি কিন্তু ডার্ক সার্কেল দূর করতেও সমান কার্যকরী। প্রথমে সামান্য গোলাপজল নিয়ে তাতে দুটি কটন প্যাড ভিজিয়ে নিন। এরপর সেই কটন প্যাড দুটি দুই চোখের উপর রেখে দিন। অন্তত পনের মিনিট এভাবে রাখুন। এভাবে টানা পনের দিন রেখে দিন। তাতে ডার্ক সার্কেল অনেকটাই কমে আসবে।

টি ব্যাগের ব্যবহার

বাড়িতে চা তৈরিতে টি ব্যাগ ব্যবহার করেন? তাহলে চা তৈরির পর ব্যাগটি ফেলে দেবেন না। বরং সেটি ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে টি ব্যাগটি বের করে চোখের উপরে রাখুন। দশ মিনিট পর চোখ পরিষ্কার পানিতে ধুয়ে নিন। এতে ডার্ক সার্কেল কমবে। সেইসঙ্গে কমবে চোখের ফোলাভাবও।

কাঁচা দুধের ব্যবহার

কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এরপর সেই দুধে কটন প্যাড ভিজিয়ে চোখের উপর রেখে দিন। এভাবে অন্তত মিনিট দশেক রেখে দেবেন। এভাবে প্রতিদিন করে অন্তত এক সপ্তাহ ব্যবহার করুন।

শসার ব্যবহার

চোখের নিচের কালি দূর করার জন্য ব্যবহার করতে পারেন শসার টুকরা। সেজন্য প্রথমে শসা ভালোভাবে ধুয়ে পাতলা করে কেটে নিন। এবার সেই টুকরাগুলো ফ্রিজে রাখুন কিছুক্ষণের জন্য। ঠান্ডা হলে ফ্রিজ থেকে বের করে চোখের উপর দিয়ে রাখুন অন্তত পনের মিনিট। এটি চোখের নিচের কালি দূর করার জন্য খুব পরিচিত একটি ঘরোয়া

বাংলাদেশ জার্নাল/এফএম/এমজে

  • সর্বশেষ
  • পঠিত