ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ছবিতে রামপুরা সড়ক অবরোধ

  ইলিয়াস সাজু, ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ২২:১৮  
আপডেট :
 ৩০ নভেম্বর ২০২১, ২২:৩১

ছবিতে রামপুরা সড়ক অবরোধ
ছবি: ইলিয়াস সাজু

গতকাল সোমবার রাতে অনাবিল পরিবহনের বাসের চাপায় এসএসসি পরিক্ষার্থী নিহতের ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই রামপুরা ব্রিজের কাছে অবস্থান নেয় শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক নিশ্চিতে ৯ দফা দাবি বাস্তবায়নে সকাল থেকেই সড়ক অবরোধ করে অবস্থান নিতে থাকে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

রামপুরায় অবস্থানরত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। এসময় তাদের বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।

তাদের দাবির মধ্যে আরও আছে- বৈধসহ অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে এবং বিআরটিএ-এর সব কার্যক্রমে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সারাদেশে ট্রাফিক ব্যবস্থাপনাসহ অবিলম্বে পরিকল্পিত নগরায়ন সুনিশ্চিত করতে হবে। গণপরিবহনে নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

একনজরে ছবিতে বাংলাদেশ জার্নাল পাঠকদের জন্য রামপুরা সড়ক অবরোধ-

রামপুরা ব্রিজের কাছে অবস্থান নেয়া শিক্ষার্থীরা

পুলিশের প্রাইভেটকারের কাগজ না থাকায় কালি দিয়ে ''ভুয়া'' লিখে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল রামপুরার সড়ক

আন্দোলনরত শিক্ষার্থীর বুকে 'নিরাপদ সড়কের দাবি'

জাতীয় পতাকার সামনে দাবি আদায়ে নারী শিক্ষার্থীর স্লোগান

বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে সড়কে শিক্ষার্থীদের অবস্থান

সড়কে বসে তালে তালে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা

সকল গাড়ির কাগজপত্র যাচাই করছে শিক্ষার্থীরা

রামপুরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেয় পথশিশুরা

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত